নিজস্ব প্রতিবেদক : ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও এফআইভিডিবির যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে মহানগরীর জেল রোডে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের সম্মেলন কক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, ওসিসি সিলেটের ক্লিনিক্যিাল সাইকোলজিস্ট সুমনা ইসলাম ও এফআইভিডিবির বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মঞ্জুর। সঞ্চালনায় ছিলেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক প্রিয়াশ্রী কর পিউ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আজকের কন্যা শিশুরাই আগামীদিনের মা। তাই তাদেরকে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে তারা নিজেদের যোগ্যতায় সমাজের সকল ক্ষেত্রে উপযুক্ত জায়গা করে নেবে।
অনুষ্ঠারে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত শিশু দিবাযত্ন কেন্দ্রের শিশুদের চিত্রাঙ্কন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের হস্তশিল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply