নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক-গবেষক সুরেশ রঞ্জন বসাকের ‘কনসেন্ট্রেশন ক্যাম্প : কবি অ-কবি প্রত্যক্ষদর্শী ও পরোক্ষদর্শী কবিতা’ বইটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা অনুবাদ বলে বিশিষ্টজনরা অভিমত রেখেছেন।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে অধ্যাপক হাবিবুর রহমান লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত প্রকাশনা পরিচিতি ও পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ অভিমত রাখা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন। আলোচনায় অংশ নেন, এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী, মুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড মোস্তাক আহমেদ দ্বীন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, কবি শুভেন্দু ইমাম ও প্রথম আলো প্রতিনিধি সুমন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস। পাঠ প্রতিক্রিয়া জানান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দীপ্র আসিফুল হাই ও মাসরুর আহমদ। কবিতা আবৃত্তি করেন, তাসমিয়া সারিন ও রেজওয়ানা সামী। পরিচালনায় ছিলেন, শিক্ষার্থী রেজওয়ানা সামী ও অভিষেক চক্রবর্তী।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরীও দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply