সিলেটের দক্ষিণ সুরমায় র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রিভালবার ও গুলি সহ মো আলমগীর মিয়া নামে এক জনকে গ্রেফতার করেছে।
সোমবার ভোর ৪টা ৩৫ মিনিটের সময় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়।
পরে কদমতলীর একটি রেস্টুরেন্ট থেকে ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ আলমগীর মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেজর এসএএম ফখরুল ইসলাম খান।
আলমগীর মিয়া মৌলভীবাজার জেলার সদর থানার নিজ আতাংগ্রী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ গ্রেফতারকৃত আসামীকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply