সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কদমতলি পয়েন্টে সড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমায় মশক নিধন অভিযানে গিয়ে তিনি এসব অবৈধ দোকানপাট দেখে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।
মেয়র এসময় সেখানে বিক্ষিপ্তভাবে রাখা ট্রাক দেখেও ক্ষুব্ধ হন এবং নির্ধারিত স্থানে ট্রাক রাখতে নির্দেশ দেন।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধভাবে যেখানে-সেখানে দোকানপাট খোলা হলে সেগুলো উচ্ছেদ করা হবে।
তিনি জানান, সিসিক ট্রাক টার্মিনাল নির্মাণ করে দিয়েছে। সেখানেই ট্রাক রাখা উচিত। সড়কে ট্রাক রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply