NATIONAL
April 17 is the historic Mujibnagar Day : On this day in 1971 the Bangladesh government took the oath
সংবাদ সংক্ষেপ
কক্সবাজারে নিখোঁজ জকিগঞ্জের ৬ জন টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে উদ্ধার দিরাইয় পৌর যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া গ্রেফতার দিরাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক শ্রমিক || আহত কিশোরী সহ ৩ জন সচেতনতা সৃষ্টি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব অটিজম দিবস পালিত ব্রিটেনের কার্ডিফে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন ভাটিবাংলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অসাধারণ ভূমিকা রাখা ডা রাসেন্দ্র আর নেই সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী মদ ও ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ জকিগঞ্জের ৬ তরুণ রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজার গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ মাধবপুরের কবিতার রহস্যজনক মৃত্যুর ১০ দিন পরও গ্রেফতার হয়নি কোনো আসামি সিলেটে তুষার হত্যাকাণ্ড || ঘাতক পারভেজ সহ গ্রেফতার ৩ || ফেসবুকে ছড়ানো হয়েছিলো ভুল তথ্য জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবর গ্রেফতার সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা দেড়ঘণ্টা সড়ক অবরোধ করলেন বিভিন্ন দাবিতে গোয়াইনঘাট থানার চাঁদাবাজি মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ দিরাইয়ে কলিম উদ্দিন আহমেদ মিলনের রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বেতন-ভাতা বঞ্চিতরা উপাচার্যকে সময় বেঁধে দিলেন ৪৮ ঘণ্টা সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামিকে ৪ দিনের মধ্যে মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

কথাসাহিত্যিক মুক্তিযোদ্ধা সাংবাদিক আকাদ্দস সিরাজের মৃত্যুবার্ষিকী রবিবার

  • শনিবার, ১ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ১৯তম মৃত্যুবার্ষিকী রবিবার। এবছর পারিবারিকভাবে দিনটি পালন করা হবে।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় জাফর মঞ্জিলে কবর জিয়ারত, কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। ষাটের দশকের এই বিশিষ্ট কথাসাহিত্যিকের জীবদ্দশায়ই তার নয়টি গ্রন্থ প্রকাশিত হয়। এগুলো হলো ‘নয়া দুনিয়া’ (উপন্যাস, প্রকাশকাল ১৯৫৩), ‘নীরব নদী’ (বড়গল্প, প্রকাশকাল ১৯৬৫), ‘পঞ্চবিংশতি’ (ছোটগল্প, প্রকাশকাল ১৯৬৭), ‘মাটির চেরাগ’ (নাটক, প্রকাশকাল ১৯৬৯) ‘সাবুর দুনিয়া’ (কিশোর উপন্যাস, প্রকাশকাল ১৯৮৪), ‘বন্দী জীবনের কিছু কথা’ (স্মৃতিচারণ, প্রকাশকাল ১৯৮৭), ‘কারাগার থেকে বেরিয়ে’ (স্মৃতিচারণ, প্রকাশকাল ১৯৮৯), ‘চালচিত্র’ (গল্প, প্রকাশকাল ১৯৮৯) ও ‘রাক্ষুসে বন্যা এবং’ (যুগল উপন্যাস, প্রকাশকাল ১৯৯৭)। মুক্তিযুদ্ধকালীন আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্র সাপ্তাহিক ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর পর তার রচনা সমগ্র দুই খণ্ডে প্রকাশিত হয়। এছাড়া একটি স্মারক গ্রন্থও বেরিয়েছে।
আকাদ্দস সিরাজুল ইসলাম বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের একটানা ২২ বছর (১৯৬৮-৯০) সাধারণ সম্পাদক এবং ৬ বছর (১৯৯০-৯৬) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তীতে (১৯৯৯ সালে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘ত্যাগী নেতা’র স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
রাজনৈতিক কারণে পঁচাত্তর পরবর্তী সময়ে আকাদ্দস সিরাজুল ইসলাম দু’বার কারাবরণ করেন।
২০০০ সালের ২ আগস্ট ভোরে গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest