সাংস্কৃতিক প্রতিবেদক : ‘অখণ্ড উপত্যকায় বহে অনাদি উৎসধারা’ এ স্লোগান নিয়ে সিলেটে বরাক-সুরমা নাট্য উৎসব শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় কথাকলি সিলেট আয়োজিত ৯ দিনব্যাপী এই নাট্য উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী ও আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক শামীমা চৌধুরী।
এ নাট্য উৎসবে সিলেট ও ভারতের শিলচর এলাকার বিভিন্ন নাট্য সংগঠন অংশ নিচ্ছে।
Leave a Reply