সাংস্কৃতিক প্রতিবেদক : কথাকলি সিলেট আয়োজিত বরাক সুরমা নাট্য উৎসব শুক্রবার রাতে শেষ হয়েছে।
শেষদিন গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ঝুনা চৌধুরী। সভাতিত্ব করেন, কথাকলির সভাপতি অধ্যাপক শামীমা চৌধুরী। সংবর্ধিত গুণীজনরা হলেন, নাট্যজন মামুনুর রশীদ, কেরামত মওলা, ভাস্বর বন্দোপাধ্যায়, ইসরাত নিশাত ও শুভ প্রসাদ নন্দী মজুমদার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
কবি নজরুল অডিটোরিয়ামে ৮ মার্চ থেকে বরাক-সুরমা নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।
Leave a Reply