নিজস্ব প্রতিনিধি : সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে বান্ধবী কফি হাউসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি পরিচালনা পরিষদের চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবস্থাপনা পরিচালক মফিক আহমদ চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, সাবেক সরকারি কর্মকর্তা শাহানারা ইয়াছমিন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের সভাপতি মিনারা বেগম্, সাবেক সভাপতি নুরুন্নাহার বেবী, সাধারণ সম্পাদক ফরিদা আলম, নারী উদ্যোক্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী রেখা, স্বপ্না গাজী ও রেশমা শারমিন যুথি সহ বিশিষ্টজনরা।
বান্ধবীর পরিচালক শাহেনা বেগম চৌধুরী সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply