বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি ও ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ভার্ড ও অক্সফামের সহযোগিতায় প্রজেক্ট সমাপ্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো রফিকুল ইসলাম। সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ডের ভলান্টিয়ার নওরীন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ভার্ডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো বদরুল হক, প্রজেক্ট কর্মকর্তা মো নজরুল ইসলাম ও ছায়েরা খাতুন।
কর্মশালায় সিলেট সিটি করপোরেশনের ১১টি ওয়ার্ড থেকে ৪৫ জন মাস্টার ট্রেইনার, সিলেট ভলান্টিয়ার ফোরাম, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ড ভলান্টিয়ার গ্রুপের নেতৃবৃন্দ এবং সদস্যগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply