আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে মহানগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর গণসংবর্ধনা অনষ্ঠিত হবে।
বুধবার রাতে কদমতলী আজাদ শপিং কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো সাইফুল আলম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম, শহিদুর রহমান শাহীন, হেলাল বকস, মিফতাউল হোসেন সুইট, আজম খান, রাজ্জাক হোসেন, মো বদরুল ইসলাম, শাহ মাহবুবুর রব আলী রেজা, তপন চন্দ্র পাল, তাহসিন আহমদ দীপু, আব্দুস ছালাম মর্তু, আমীর উদ্দিন, মানিক মিয়া, সেলিম আহমদ সেমিম, সিটি কাউন্সিলর তৌফিক বকস লিপন, আব্দুল বাছিত সেলিম, সিরাজুল ইসলাম সিরুল প্রমুখ।
গণসংবর্ধনা উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে মোটর সাইকেল মিছিল বের হবে।
Leave a Reply