বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট মহানগরের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর টিলাগড়ে সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণার সভাপতিত্বে ও মহানগর যুব মহিলা লীগের সদস্য রোকসানা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিকুর রহমান আফিক।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর যুব মহিলা লীগের সদস্য তৃষ্ণা দেবী, ডা দিনা আক্তার, ৩২ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি কবি শান্তা কামালী, কবি শিপারা বেগম শিপা, যুব মহিলা লীগ ২৯ নম্বর ওয়ার্ডের তাহমিনা সুলতানা, মহানগর মহিলা লীগের রুনা বেগম, সুবর্ণা বেগম লিপি, আনোয়ারা বেগম, রুমা মজুমদার, বিলকিছ বেগম, মনোয়ারা বেগম, রুশনা বেগম, রেশমা বেগম, জেসমিন আক্তার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply