বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর বিপণি থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি কমরেড আবুল হোসেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য দীনবন্ধু পাল, যুব মৈত্রীর মহানগর সভাপতি মো ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, যুব মৈত্রীর জেলা সভাপতি শামীম মজুমদার, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, শ্রম বিষয়ক সম্পাদক মুহিতোষ চৌধুরী প্রসাদ, শফিকুল ইসলাম, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি স্বপন দাস ও ছাত্রনেতা কাউসার আহমদ। পরিচালনায় ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্রানী সেন শম্পা।
Leave a Reply