র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায় এসএমপির শাহপরাণ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শাহপরাণ থানাধীন শাহজালাল উপশহর এইচ ব্লক এলাকা থেকে গোয়াইনঘাট থানার এজাহার নামীয় পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তার নাম মামুন হোসেন (২৮), পিতা আব্দুল মান্নান, বাসা শাহজালাল উপশহর, ৩নং সড়ক, এইচ ব্লক, সিলেট।
গোয়াইনঘাট থানার ছিনতাই মামলায় মামুন হোসেন ইতোপূর্বে ১১ মাস সাজা ভোগ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মারামারির মামলা আছে।
Leave a Reply