ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ ওয়ান ডে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী আফগানিস্তান দল; কিন্তু ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিক দলের। ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষপর্যন্ত তাওহিদুলের ৮৫ বলে ৫২ রান, কাজী অনিকের ২৪ বলে ২৭ রান, অধিনায়ক সাইফ হাসানের ২০ রান ও পিনাক ঘোষের ২৩ রানের সুবাদে ৯ উইকেটে ২২২ রানে থামে বাংলাদেশ।
আফগানিস্তানের মুজিবুল ইসলাম ৪টি ও তারেক স্ট্যানিকজাই ২টি উইকেট দখল করেন।
এরপর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৩৬ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় দলটি। তারেক স্ট্যানিকজাইয়ের ১৬ রান ও নাসির ওয়াহদাতের ১০ রান ছাড়া দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি কেউই।
বাংলাদেশের কাজী অনিক ৪টি, নাঈম হাসান ৩টি এবং রবিউল ও মনিরুল একটি করে উইকেট তুলে নেন।
ব্যাটে-বলে দুর্দান্ত খেলে কাজী অনিক হন ম্যান অব দ্য ম্যাচ।
সিরিজের পরবর্তী ম্যাচটি শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
Leave a Reply