নিজস্ব প্রতিবেদক : হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সিলেটের উদ্যোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন ও ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার সহযোগিতায় হিমোফিলিয়া বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মুর্শেদ আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ডা আব্দুস সবুর মিঞা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা এম এ খান ও অধ্যাপক ডা সালমা আফরোজ। রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা জালাল আহমদ চৌধুরীর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান ডা নাজমুল ইসলাম, গাইনী বিভাগের অধ্যাপক ডা জাহানারা বেগম, হিমোফিলিয়া সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো নূরুল ইসলাম, শিশু বিভাগের প্রধান ডা প্রভাত রঞ্জন দে, শিশু সার্জারি বিভাগের ডা সামছুর রহমান প্রমুখ।
কর্মশালায় চিকিৎসক ও ফিজিওথেরাপির হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য এবং রোগী ও তাদের অভিভাবকদের করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।
Leave a Reply