নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।
বুধবার সকালে তিনি এগুলো উদ্বোধন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই তিনি সরকারের পক্ষ থেকে সিলেটের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণের কথা জানিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ডিজিটাল সিলেট এবং সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন।
তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন।
Leave a Reply