দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে পিপিই ও মাস্ক সহ সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এফবিসিসিআইর দেওয়া পিপিই ও মাস্ক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের কাছে হস্তান্তর করেন সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা হিমাংশু লাল রায় সহ অন্যান্য কর্মকর্তা এবং সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল।
Leave a Reply