নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার, ৯ জুন সকাল সাড়ে ৬টার দিকে দু’জন শ্রমিক নয়ন মিয়া ও আইয়ুব আলীকে চুরির অভিযোগে ঠিকাদারের লোকজন একটি কক্ষে নিয়ে মারধর করে।
পরে সকাল সোয়া ৯টার দিকে নয়ন মিয়াকে (২০) উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় বলে জানা গেছে।
পরবর্তী সময়ে পুলিশ কনস্টেবল জনি তালুকদার নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ভবনের একটি কক্ষ থেকে আইয়ুব আলীকে (২৩, পিতা মৃত শাহতল্লি, চান্দার পাড়, নাগেরশ্বরী, কুড়িগ্রাম) হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। এর মধ্যে রুবেল (৩২, পিতা আনিছুর রহমান, তেঘারা, বিরল, দিনাজপুর) নামের একজনের বিরুদ্ধে নয়ন মিয়া ও আইয়ুব আলীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply