নিজস্ব প্রতিববেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল এলাকার ভেতর অবৈধভাবে গড়ে উঠা যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে।
রোগীর স্বজনদের হয়রানি সহ নানা অরাজকতার অভিযোগে সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় স্ট্যান্ডটি উচ্ছেদ করে।
এসময় অর্ধশতাধিক এ্যাম্বুলেন্স সরিয়ে দেয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুছ ছবুর মিঞা জানান, চিকিৎসার সুষ্ঠু পরিবেশে ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়।
Leave a Reply