নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বজ্রপাতে দুই জন প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে কয়েক ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি নারিকেল গাছের নিচে দাঁড়ানো ছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে দুজনই ঘটনাস্থলে মারা যান।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন মৌলভীবাজার সদর উপজেলার বরশিজোড়া গ্রামের টিপু সুলতান। তার বাবার নাম তাজ উল্লা।
অন্যজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাউঞ্জালি গ্রামের মকদ্দছ আলী। তার বাবার নাম সোনাফর আলী।
তারা কোন কাজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এসেছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
Leave a Reply