নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বন্দিদের জন্য প্রিজন সেল উদ্বােধন হয়েছে।
বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেলের উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেল সুপার মো ছগির মিয়া ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আব্দুস ছবুর মিঞা।
এ সময় সিলেট কেন্দ্রীয় কারাগারের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
এরপর কর্মকর্তারা প্রথমবারের মতো প্রতিষ্ঠিত প্রিজন সেলটি পরিদর্শন করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ১০ শয্যা বিশিষ্ট প্রিজন সেলে বন্দি রোগীরা আগের চেয়ে ভালো পরিবেশে চিকিৎসা পাবেন। এছাড়া বন্দিদের নিরাপত্তাও সুনিশ্চিত হবে।
Leave a Reply