বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মো মাহবুবুর রহমান সভাপতি ও মো হারিছ আলী সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো আব্দুল মালিক নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি মাধব চন্দ্র দাস, মহিলা সম্পাদক বানু বেগম, প্রচার সম্পাদক মো সুমন আহমদ, কোষাধ্যক্ষ মো কামরুজ্জামান, দফতর সম্পাদক সৈয়দ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো বদিউজ্জামান, সদস্য মো ময়না মিয়া, সদস্য এসএম আমিনুর রশীদ।
নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এন কে সিনহা। নির্বাচন কমিশনার ছিলেন ওসমানী মেডিকেল কলেজের সচিব মো আব্দুস শহীদ ভূঁঞা। এছাড়া সিওমেক লাইব্রেরিয়ান চন্দ্র শেখর দাশ প্রিজাইডিং অফিসার ও মো মাহমুদুর রশীদ সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
দুপুর আড়াইটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply