নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও নাট্যকর্মীরা মৌন মিছিল ও মানববন্ধন করেছেন।
রবিবার সকাল ১১টায় ক্যাম্পাসের গোল চত্বর থেকে প্রতিবেশী নাট্য গোষ্ঠীর উদ্যোগে মৌন মিছিলটি বের হয়।
মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোল চত্বরে ফিরে আসে।
মৌন মিছিল শেষে গোল চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চার সংগঠকবৃন্দ।
বক্তারা সকল সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেন।
সকল সম্প্রায়ের মানুষের নিরাপত্তার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্যেও তারা আহ্বান জানান।
Leave a Reply