নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি বহির্মুখী আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে পূরণ হচ্ছে সিলেটবাসী আরও একটি দাবি। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের মানুষ এ জন্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন।
এ উপলক্ষে বুধবার দুপুর ২টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এতে প্রধান অতিথি থাকবেন।
প্রতি শনিবার, রবিবার, সোমবার ও বুধবার দুবাই-সিলেট-দুবাই আকাশ পথে একটি করে ফ্লাইট সরাসরি চলাচল করবে।
ফ্লাই দুবাই নামের একটি আন্তর্জাতিক বিমান সংস্থা এ ফ্লাইট পরিচালনা করবে।
Leave a Reply