মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওসমানী জাদুঘরে আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ওসমানী জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা অধিদফরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, এম সি কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লা শহিদুল ইসলাম শাহিন, ওসমানী স্মৃতি ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জি এম জাফর সাদেক কয়েছ হাজী। স্বাগত বক্তব্য রাখেন ওসমানী জাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন। পরিচালনায় ছিলেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহের।
Leave a Reply