নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হতে ২ কেজি ৫৫২ গ্রাম ওজনের সোনার অবৈধ ২২টি বার উদ্ধার করা হয়েছে। এই পরিমাণ সোনার বর্তমান বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার সকাল ৭টায় দুবাই থেকে বিজি ২৪৮ ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দা বিভাগ যাত্রী সাদিকুর রহমান শামুকে তল্লাশি করে তার জুতার ভিতর থেকে সোনার এই বারগুলো উদ্ধার করে। তাকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের জালাল উদ্দিন আবিরের ছেলে।
শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা দয়াল মণ্ডল জানিয়েছেন, আটক সাদিকুর রহমান শামুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply