নিজস্ব প্রতিবেদক : সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি বহির্মুখী আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান বুধবার বিকেলে এই ফ্লাইটের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে সুপরিসর উড়োজাহাজ অবতরণের উপযোগী করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, ফ্লাই দুবাইয়ের কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট সুধীর শ্রীধারণ এবং রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে জেনারেল এম ফজলে আকবরও বক্তব্য রাখেন।
এর আগে রাশেদ খান মেনন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দুবাই থেকে আসা যাত্রীদের স্বাগত জানান।
Leave a Reply