নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক বিভাগ প্রথম বার প্রায় ৯ কেজি ওজনের সোনার চালান আটক করেছে।
বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটের উড়োজাহাজ থেকে ৮০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় আটক করা উদ্ধার হয়।
বিমান বন্দর শুল্ক কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বিজি-২২৮ ফ্লাইটটি সিলেট পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে তাতে তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে দুটি যাত্রী আসনের নিচে ৪টি ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ কেজি ৩শ গ্রাম ওজনের সোনার বারগুলো পাওয়া যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সিলেটকে রুট হিসেবে ব্যবহার করেছিল চোরাচালানিরা। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সকাল ১০টায় সাংবাদিকদেরকে সিলেট শুল্ক বিভাগের কমিশনার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জানান, এ ঘটনার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply