মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার বাদ জোহর মহানগরীর পুরান লেনে সমবায় ভবনে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, জেনারেল এম এ জি ওসমানীর অবদান দেশ ও জাতি কোন সময় ভুলতে পারেনা। যারা ওসমানীর অবদানকে গুরুত্ব দিতে চায়না তারা এদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ হতে পারে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক এম আব্দুস ছাত্তার, মাহবুবুর রহমান খালেদ, বেলাল উদ্দিন, অন্যতম নেতা লয়লুছ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সিলেট বিভাগ কল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, খায়রুল আলম, ইশতিয়াক হোসাইন মঞ্জু, জহিরুল ইসলাম রিপন, শামীম আহমদ, নাজিম উদ্দিন, সিলেট জেলা হিউমান হলার ইমা লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইনসান আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
পরে বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply