সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জ ফুটবল কল্যাণ সংস্থার নবম আসরের সফল সমাপ্তি হয়েছে।
শনিবার নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় তাজপুর নুনু ফুটবল একাডেমি ও হামতনপুর রয়েল এফসি। খেলার প্রথমার্ধে ১-০ গোলে নুনু ফুটবল একাডেমি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা শেষের ২ মিনিট আগে হামতনপুর রয়েল এফসি একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে টাইব্রেকারে হামতনপুর রয়েল এফসি বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
Leave a Reply