র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের ওসমানীনগর উপজেলা এলাকা থেকে লাইসেন্সবিহীন একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রিভলবারটি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী