সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও দুই জন গ্রেফতার হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করে।
এই ট্রাক থেকে ৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের সাখাওয়াতুল আম্বিয়ার ছেলে মাহফুজ হোসেন আকিল ও মোহাম্মদ ইয়াহিয়ার ছেলে মো জুবায়ের আহমদকে গ্রেফতার করা হয়।
পরে আসামিদেরকে বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। তথ্য বিবরণী