নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের দুইটি উপজেলা পরিষদ নির্বাচন সোমবার। একটি সিলেটের ওসমানীনগর। অন্যটি সুনামগঞ্জের জগন্নাথপুর। প্রবাসী অধ্যুষিত দুটি উপজেলায়ই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবারই প্রথম ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচেছ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আতাউর রহমান, বিএনপির মঈনুল হক চৌধুরী, জাতীয় পার্টির শিব্বির আহমদ ও আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু। ভোটার ১ লাখ ২৯ হাজার ৮৫৭ জন। ভোটকেন্দ্র ৫২টি।
এ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের দুই জন নিহত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আকমল হোসেন, বিএনপির আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রাহী মুক্তাদীর আহমদ মুক্তা।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪শ ৯৯ জন। ভোটকেন্দ্র ৮৭টি।
পুলিশ জানিয়েছে, সকল ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply