নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো রফিকুল ইসলাম বলেছেন, সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কোন ধরনের ব্যত্যয় হবেনা।
সোমবার বিকেলে ওসমানীনগর থানা মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, প্রার্থী ও রাজিনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ওসমানীনগরে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় এ ধরনের আর কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, প্রার্থী এবং উপজেলার রাজনৈতিক নেতারাও এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরপরও যদি কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার মো রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কমিশনার এজহারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মনির উদ্দিন আহমদ প্রমুখ।
Leave a Reply