আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের সিন্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলের জেলা উপ দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে (জগলু চৌধুরী) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বদর উদ্দন আহমদ কামরান।
সভায় ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী আতাউর রহমানের বিজয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণার জন্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে আহবায়ক করে পৃথক চারটি কমিটি করা হয়।
জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা এসব কমিটির সদস্য হিসাবে কাজ করবেন।
সভায় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Leave a Reply