নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রবাসী নারী হত্যার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার করনসি রোডের হেলাল ভিলা হতে প্রবাসী নারী রহিমা বেগমের (৭০) গলাকাটা মরদেহ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। একইদিন সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম বিভিন্ন পারিপার্শ্বিকতায় কয়েকটি বিষয়কে গুরত্ব দিয়ে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন।
এই নির্দেশনা অনুসারে অতিরিক্ত পুলিশ সুপার মো মাহবুবুল আলমের তত্ত্বাবধানে ওসামনীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলাম ও ওসি শ্যামল বনিকের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এর একপর্যায়ে শনিবার রাত সোয়া ৩টার দিকে রহিমা বেগমের ভাড়াটিয়া আব্দুল জলিল কালুকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই তথ্য মতে, পুলিশ ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি গ্রেফতারকৃত আব্দুল জলিল কালুর নিকট থেকে উদ্ধার করে।
এই ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি আব্দুল জলিল কালুকে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানালে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো লুৎফর রহমান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আব্দুল জলিল কালুকে রিমান্ডে নেওয়া হয়েছে।
Leave a Reply