সিলেটের ওসমানীনগর থানা পুলিশ ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে।
ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন টহল ডিউটি ও চেকপোস্ট করাকালে মঙ্গলবার, ৩ অক্টোবর সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট করে ভারতীয় চিনি চোরাকারবারী নিজাম উদ্দিনকে (২৯, পিতা মো নূর উদ্দিন, উত্তর ঘাটেরচটি, জৈন্তাপুর, সিলেট) অভিনব কায়দায় ট্রাকে করে বালু দিয়ে ঢেকে ভারতীয় চিনি পরিবহনের সময় আটক করে ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই চোরাকারবারী কামরুল ইসলাম ও সাদিক মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা রুজু হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply