সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ত্রাণ তহবিল থেকে সিলেটের ওসমানীনগরের উপজেলা প্রশাসন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের প্রতিনিধিরা উপস্থিত থেকে এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
Leave a Reply