নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় এক তরুণীর ৮ টুকরো করা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর এলাকায় একটি সেতুর নিচ থেকে দুটি কাগজের কার্টুনে ভর্তি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে এলাকার লোকজন দুটি পরিত্যক্ত কাগজের কার্টুনের একটিতে মানুষের খণ্ডিত হাতের টুকরো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত পরিচয়ের ২৫-২৬ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ধারণা করছে, অন্য কোন এলাকায় তরুণীকে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়।
Leave a Reply