ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গজিয়া গ্রিনবার্ড কিন্ডার গার্টেনের সামনে ঢাকা থেকে সিলেটমুখী মামুন পরিবহণের বাস শেরপুরগামী অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক জুনেদ আহমদ (৩০) মারা যান। তিনি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা ও হাইওয়ে পুলিশ গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের জাহাঙ্গীর (২২), ফজলু মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও শ্যালিকার মেয়ে কারিমা বেগমকে (৩) মৃত ঘোষণা করা হয়।
এছাড়া রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের হাবিবা বেগম নামের আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply