ওসমানীনগর প্রতিনিধি : নির্বাচিত হওয়ার পর থেকে জামাত-শিবিরের পুনর্বাসনসহ স্বাধীনতাবিরোধী দালাল-রাজাকারের উত্তসূরিদের নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট-২ আসনের সংসদ সদস্য গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার ওসমানীনগর উপজেলার শতাধিক যুবক ঝাড়ু হাতে উত্তর গোয়ালাবাজার থেকে মিছিলটি শুরু করে দক্ষিণ গোয়ালাবাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন, ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী, জুনেদ আহমদ ও সাইফুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য মোকাব্বির খান নিজের স্বার্থ হাসিলে প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও চারতলা বিশিষ্ট মাছবাজার ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থাপনে এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনায় না নিয়ে মনগড়া সুপারিশ করার কাজে লিপ্ত রয়েছেন। তার কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছে উপজেলার মানুষ। একটি চিহ্নিত সিন্ডিকেট উন্নয়নের নামে পুকুর চুরিতে মেতে উঠে সরকারের ভার্বমূর্তি ক্ষুন্ন করছে।
Leave a Reply