ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নিয়েছে ঘরে থাকা ১৫ ভরি সোনা ও ডায়মন্ডের অলংকার, ল্যাপটপ ও ট্যাব সহ প্রায় ১০ টাকার মালামাল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার দিনগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ঘরের ব্যালকনির গ্রিলের রড কেটে প্রবেশ করে। গৃহকর্তা সাংবাদিক জুবেল আহমদ সেকেল সেরাতে সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, ডাকাতির আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply