সিলেটের ওসমানীনগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার, ৬ মে (২৩ বৈশাখ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাহেদ আহমদ ও অরুণোদয় পাল ঝলক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন।
উদ্বুদ্ধকরণ সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সরকারের সামর্থ বেড়েছে। তাই বাংলাদেশকে উন্নত-কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে।
তারা আরও বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপপ্রচার সম্পর্কে সচেতন থেকে সবারই উচিৎ এতে অংশগ্রহণ করা। সর্বজনীন পেনশন স্কিমে যে টাকা জমা রাখা হচ্ছে সেটা আমানত। সরকার লভ্যাংশসহ উপকারভোগীকে তা ফিরিয়ে দেবে। নাগরিকদের জন্য বৃদ্ধ বয়সে এটা আর্থিক নিশ্চয়তা।
মূল প্রবন্ধে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন সর্বজনীন পেনশনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের মধ্যে সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়েসী সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবেন। দশ বছর নিরবচ্ছিন্ন কিস্তি প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।
প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এ চার ক্যাটাগরির যেকোনটিতে অংশগ্রহণে আহ্বান জানিয়ে তিনি বিলেন জেলা প্রশাসন সিলেটে প্রতি বুধবার সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন করবে। পিআইডি সিলেট
Leave a Reply