বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই গ্রামের চাঞ্চল্যকর শিপন মিয়া হত্যার ১০দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামি জয়নুল হক ধন মেম্বার এখনো গ্রেফতার হয়নি।
পুলিশ বলছে, ঘটনার পর থেকে ধন মেম্বার পলাতক। তবে খুব শিগগির তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
হত্যা মামলার বাদি নিহত শিপন মিয়ার বড়ভাই রিপন মিয়া জানান, ধন মেম্বার হত্যাকাণ্ডের আগে তাদেরকে একাধিকবার হুমকি দিয়েছিল।
এদিকে অভিযোগ উঠেছে, ধন মেম্বারের কয়েকজন প্রভাবশালী আত্মীয় পুলিশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
তবে ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানালেন, ধন মেম্বার সহ অন্য আসামিদের গ্রেফতারে সর্বাত্মক অভিযান চলছে।
Leave a Reply