সিলেটের ওসমানীনগর উপজেলায় মহান মুক্তিযুদ্ধের শহীদ তোতা মিয়ার স্মরণে আলোচনা সভা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের শাহজানপুর গ্রামে শহীদ তোতা মিয়ার বাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শহীদ সন্তান যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান। প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এলাকার রাজাকারদের সহযোগিতায় তোতা মিয়াসহ আরও অনেককে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। তারা আর ফিরে আসেননি।
শফিকুর রহমান চৌধুরী এই রাজাকারদের বিচারের আওতায় আনার দাবি জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন। পরিচালনায় ছিলেন, যুবলীগ নেতা মুকিদ মিয়া।
Leave a Reply