নিজস্ব প্রতিবেদক : সিলেটে মানবিক সাহায্যের নামে প্রতারণা করে বিভিন্ন জনের নিকট থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই দুই জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান ওসমানীনগর থেকে জাফরান খান ও তারেক হোসেন নামের এ দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেন।
শনিবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য সাংবাদিকদের জানান।
পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাফরান খান ও তারেক হোসেন প্রতারণার মাধ্যমে কত টাকা হাতিয়ে নিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply