সিলেটে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বুধবার সকালে ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি এসব মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানও প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগের উপজেলা সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, যুক্তরাজ্য নেতা অরুণোদয় পাল ঝলক, আনিছুর রহমান, এস এম আল মামুন, দিলদার আলী ও তফজ্জুল হোসেন।
Leave a Reply