নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে দুটি জায়গায়। এতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১০টি গ্রামের ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
রবিবার ভোরে এই ভাঙ্গন দেখা দেয়। ফলে দুপুরের মধ্যেই প্লাবিত হয়ে যায় ১০টি গ্রাম। তলিয়ে যায় ওসমানীনগর-নবীগঞ্জ ও ওসমানীনগর-জগন্নাথপুর সড়ক। এ কারণে পার্শ্ববর্তী এ দুই উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার দুপুরে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলাকার সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
Leave a Reply