বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
গত শুক্রবার ও শনিবার জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, বুরুঙ্গা ও উমরপুর ইউনিয়নে বন্যার্ত দেড় শতাধিক পরিবার প্রতি ৫ কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোশাহিদ আহমদ, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরী, জেলা নেতা নিবাস চক্রবর্তী ও জেলা যুব আন্দোলন সভাপতি সজল রায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply