ওসমানীনগর প্রতিনিধি : অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ সদস্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ করনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমের প্রত্যাহার দাবিতে রবিবার থেকে আবারো শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে যাচ্ছে।
প্রধান শিক্ষিকাকে প্রত্যাহার না করা পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে।
ইতোমধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ ও অভিভাবকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ফেরদৌসি বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উপজেলা শিক্ষা কার্যালয়, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ ও অভিভাবক সূত্রে জানা যায়, ২ মার্চ বিনা অনুমতিতে একজন মহিলা অভিভাবক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করায় তার সাথে অসদাচরণ করেন ফেরদৌসি বেগম। এ সময় বিদ্যালয়ের মাসিক সভা চলছিল। এই অভিভাবক তাৎক্ষণিক উপস্থিত ব্যবস্থাপনা পরিষদ সদস্যদের কাছে নালিশ করেন। তারা বিষয়টি সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার নিকট জানতে চাইলে তাদের সাথেও অসদাচরণ করেন তিনি। একপর্যায়ে পুলিশও ডেকে আনেন।
এর জের ধরে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ, অভিভাবক ও এলাকাবাসীর সিদ্ধান্তে ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রথম দফায় বিদ্যালয়ের ২৮২ জন শিক্ষার্থী ক্লাসে আসা বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা দফতরের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ৭ মার্চ থেকে দীর্ঘ দুই মাসের ছুটি প্রদান ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরে আসে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমকে ৮ মে শিক্ষিকা ছুটি শেষে বিদ্যালয়ে যোগদান করায় ১৪ মার্চ থেকে শিক্ষার্থীরা আবার ক্লাস বর্জন শুরু করে।
Leave a Reply